
বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের কাঁধ সার্জারি ১১ই আগস্ট লন্ডন এর ফরটিয়াস ক্লিনিক এ অর্থর্পেডিক সার্জন এন্দ্রু ওয়ালেস এর তত্ত্বাবধানে হবে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিসিবির ফিজিও দেবাশীষ চৌধুরী সার্জারির আগে ও পরে মুস্তাফিজুর এর সাথে থাকার জন্য লন্ডনে যাবেন বলেও জানান তিনি। ২০ বছর বয়সী তরুণ খেলোয়াড় মুস্তাফিজুর ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট সিরিজ এ সাসেক্স এর হয়ে খেলার সময় কাঁধের ইঞ্জুরিতে পরেন। এই সার্জারি করার ফলে তাকে ৬ মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে।
গ্রীনউইচ বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ও সার্জন লেনারদ ফাঙ্ক এই অপারেশন এর জন্য বিসিবির পছন্দের তালিকায় প্রথমে থাকলেও ফাঙ্ক ২২ আগস্ট এর আগে শিডিউল দিতে পারবেননা বলে জানান। কিন্তু সার্জারি নিয়ে দেরি করতে অনিচ্ছুক হওয়ায় ওয়ালেস এর তত্ত্বাবধানেই সার্জারির সিদ্ধান্ত নেয় বিসিবি।
উল্লেখ্য, এন্দ্রু ওয়ালেস ইংল্যান্ড এর খেলোয়াড় জগতে সার্জন হিসেবে সুপরিচিত। দক্ষিন ইংল্যান্ডের বেশ কয়েকটি রাগবি ক্লাব এর প্রধান অর্থর্পেডিক সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ওয়ালেস এখন পর্যন্ত বারক্লেস প্রিমিয়ার লীগ ফুটবল ক্লাব, ইংল্যান্ড ও ওয়ালেস ক্রিকেট বোর্ড, বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া সহ আরও অনেক সংস্থার বহু প্রসিদ্ধ খেলোয়াড় এর চিকিৎসা করেছেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা সহ বহুদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০০৬ এর ২৬ মার্চ লন্ডনে সেইন্ট জন ও সেইন্ট এলিজাবেথ হাসপাতালে ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্দুলকার এর কাঁধ এর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন এই চিকিৎসক।
সফল অস্ত্রোপচার এর পর দ্রুত সুস্থ হয়ে মাঠে আবার তার চমক দেখিয়ে মুগ্ধ করবেন মুস্তাফিজুর এটাই এক্ষণ তার ভক্তদের প্রত্যাশা ও প্রার্থনা।
