২০১৪ সালে ১০ ইনিংসে ২৬.৯০ গড়ে করেছেন ২৬৯ রান।

২০১৫ সালে ১৮ ইনিংসে ৪৬.৩৮ গড়ে করেছেন ৭৪২ রান।

২০১৬ সালে ৯ ইনিংসে ৪৫.২২ গড়ে করেছেন ৪০৭ রান।

২০১৭ সালে ১০ ইনিংসে ৬৯.২২ গড়ে করেছেন ৬২৩ রান।

উক্ত চার বছরে ওভার অল ৪৭ ইনিংসে ৪৬.৩৯ গড়ে করেছেন ২০৪১ রান!!!

শতক ৫ টি- অর্ধশতক ১৩ টি!!!!

লাস্ট চার বছরে তামিম ইকবালের টেস্ট পারফরমেন্স:-

২০১৪ সালে ১৪ ইনিংসে ৩৭.২৯ গড়ে করেছেন ৫২২ রান।

২০১৫ সালে ৮ ইনিংসে ৫৩.৫৭ গড়ে করেছেন ৩৭৫ রান।

২০১৬ সালে ৪ ইনিংসে ৫৭.৭৫ গড়ে করেছেন ২৩১ রান।

২০১৭ সালে ১০ ইনিংসে ৩২.৮০ গড়ে করেছেন ৩২৮ রান।

এই চার বছরে ওভার অল ৩৬ ইনিংসে ৪১.৬০ গড়ে করেছেন ১৪৫৬ রান!!!শতক ৪ টি- অর্ধশতক ৮ টি!