ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৫ বলে ১১১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। কোহলির শতকে ভর করে ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে সফরকারীরা। নিশ্চিত করেছে সিরিজও।

এ শতক দিয়ে ওয়ানডেতে রান তাড়া করতে নেমে শতক হাঁকানোর ক্ষেত্রে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন কোহলি।কিংস্টনে এ শতকটি ছিল কোহলির ক্যারিয়ারের ২৮ তম শতক। রান তাড়া করতে নেমে আরেক কিংবদন্তী শচীন টেন্ডুলকারের শতক ১৭ টি।

এ ১৭ টি শতক হাঁকাতে টেন্ডুলকারের ব্যাটিং করতে হয়েছে ২৩২ ইনিংস। অন্যদিকে ভিরাট কোহলির লেগেছে মাত্র ১০২ ইনিংস।ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবচেয়ে বেশি শতকের রেকর্ড এখন কোহলির দখলে। রান তাড়া করতে নেমে প্রতি ছয় ইনিংসে গড়ে একটি করে শতক হাঁকাচ্ছেন কোহলি।

রান তাড়া করতে নেমে সর্বোচ্চ শতক হাঁকানোর তালিকার তিন নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক ওপেনার তিলাকরত্নে দিলশান। ১৩৯ ইনিংসে তার শতক ১১ টি। রান তাড়া করতে নেমে দিলশানের সমানসংখ্যক শতক হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইলও।

তবে তিনি খেলেছেন ১৩৯ ইনিংস। এছাড়া ১০৫ ইনিংসে সাঈদ আনোয়ার ও ২১০ ইনিংসে সনাৎ জয়াসুরিয়া ১১ টি শতক হাঁকিয়েছেন। ৯ টি শতক রয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্রায়ান লারার।ওয়ানডেতে শতকের দিক দিয়ে সনাৎ জয়াসুরিয়াকে স্পর্শ করেছেন ভিরাট কোহলি।

জয়াসুরিয়ার সমান ২৮ শতক তার। এ তালিকায় ভিরাট কোহলির উপরে আছেন আর মাত্র দুইজন। ৪৯ শতক নিয়ে শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রিকি পন্টিংয়ের শতক ৩০ টি। আর ৩ টি শতক হাঁকালেই পান্টারকে ছাড়িয়ে যাবেন কোহলি।