
অস্ট্রেলিয়া প্রথম প্রস্তুতি ম্যাচে সহজ লক্ষ্য তাড়া করে কষ্টার্জিত জয় পেয়েছে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে নর্দান টেরিটরিকে (এনটি) ৭০ রানে হারিয়েছে দলটি।
বৃহস্পতিবার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাটিং করতে শুরুটা ভালো হয়নি এইচপি দলের। শুরুতেই মেহেদী মারুফকে হারায় তারা। তবে দ্বিতীয় উইকেটে এনামুল হক বিজয়ের সঙ্গে ১৪৭ রানের দারুণ জুটি গড়েন শান্ত। ফলে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় দলটি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৩ রান তোলে বিসিবি এইচপি।
শুরু থেকেই দারুণ ব্যাটিং করে ১০২ বল মোকাবেলা করে ১০১ রানের ইনিংস খেলেন শান্ত। নিজের ইনিংসটি সাজাতে ৮টি চার মারেন তিনি। আগের ম্যাচে না খেলা ইরফান শুক্কুর সুযোগ পেয়েই জ্বলে ওঠেন। খেলেন ৬০ রানের ইনিংস।
এছাড়া বিজয় করেন ৫৮ রান। ৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এনটি একাদশের জ্যাকব ডিকম্যানও করেন সেঞ্চুরি। তবে বাংলাদেশি বোলারদের তোপে বেশি এগোতে পারেনি তারা। ৪৪.৩ ওভারে ২৪৩ রানেই শেষ হয় তাদের ইনিংস।
বিসিবি এইচির হয়ে দারুণ বোলিং করেছেন সাইফ উদ্দিন। ৪টি উইকেট নিয়েছেন ৩৬ রানের খরচায়। ৫১ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন আবুল হোসেন রাজু। এবাদত হোসেন নিয়েছেন ২টি উইকেট।
