
৭৮ বলে ৬৪ রান নিয়ে লাঞ্চে গিয়েছিলেন শিখর ধাওয়ান। পরের সেশনে করেছেন ৯০ বলে ১২৬!
দ্বিতীয় সেশনে ভারতের হয়ে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ। ধাওয়ান ভেঙেছেন ৫৫ বছর পুরোনো রেকর্ড। ছাড়িয়ে গেছেন পলি উমরিগরকে।
১৯৬২ সালে পোর্ট অব স্পেনে হল-সোবার্স-গিবসদের বিপক্ষে ১৭২ রানের ইনিংসটির পথে দ্বিতীয় সেশনে উমরিগর করেছিলেন ১১০ রান।
সব দেশ মিলিয়েও দ্বিতীয় সেশনে ধাওয়ানের চেয়ে বেশি রান করেছেন কেবল আর তিন জন।
১৯৬৫ সালে ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ডেনিস কম্পটন এক সেশনে করেছিলেন ১৭৩ রান।
১৯৩৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড দ্বিতীয় সেশনে করেছিলেন ১৫০ রান।
ধাওয়ান একটুর জন্য ছুঁতে পারেননি স্ট্যান ম্যাককেবকে। ১৯৩৮ অ্যাশেজে ট্রেন্ট ব্রিজে এক সেশনে অস্ট্রেলিয়ান গ্রেট করেছিলেন ১২৭ রান।
৩১ রানে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া ধাওয়ান আউট হয়েছেন টি-ব্রেকের তিন মিনিট আগে।
রেকর্ড হলেও হলো না প্রথম ডাবল সেঞ্চুরি।
তবে এই নিয়ে এক সেশনে সেঞ্চুরি করলেন দুই বার। অভিষেক টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া ইনিংসটায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এক সেশনে ১০৬ সেটিও করেছিল দ্বিতীয় সেশন।
