
আর কয়েকদিন পরই শুরু হচ্ছে বিশ্বকাপের পর ক্রিকেট বিশ্বের বৃহত্তর আয়োজন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এক দশক পর এবার এই আসরে অংশগ্রহণ করবে বাংলাদেশ।
র্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে থেকে বেশ শক্তিমত্তা নিয়েই স্বাগতিক ইংল্যান্ড, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং ফর্মে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে মাশরাফি বিন মর্তুজার দল।আইসিসির স্বীকৃত দেশগুলোর সেরাদের নিয়েই এই আসর। এতে অংশ নেওয়া বাংলাদেশের লক্ষ্য কী?
বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানালেন, শিরোপার জন্যই খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্য জানিয়ে মাশরাফি আরও বলেন, ‘আমরা র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে আছি। এটা আমাদের জন্য স্বস্তির এবং দলও এতে ভীষণ আনন্দিত। এখান থেকে আমরা যতদূর সম্ভব এগিয়ে যেতে চাই।’
তবে ডেথ অফ গ্রুপে পড়া বাংলাদেশের জন্য টুর্নামেন্ট কঠিন হতে যাচ্ছে বলেও জানান মাশরাফি, ‘টুর্নামেন্টটি আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে। আমরা এমন এক গ্রুপে যেখানে খেলা ঐ কন্ডিশনের জন্য খুবই কঠিন।
কিন্তু নিজের দিনে আপনি যেকোনো কিছু করতে পারেন। আমাদের ভালো খেলোয়াড় আছে যারা খেলা পাল্টে দিতে পারে। এতদিন যেভাবে খেলে আসছি, সেভাবেই একটা দল হিসেবে আমাদের খেলতে হবে।’
