
আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে র্যাংকিংয়ের ৮ম দল হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছে পাকিস্তান। আইসিসির জনপ্রিয় এই ইভেন্টকে সামনে রেখে ইতোমধ্যে আয়োজক দেশ ইংল্যান্ডে পৌঁছে গেছেন পাকিস্তান দলের খেলোয়াড়েরা।
সেখানে পৌঁছে সংবাদ সম্মেলন করেছেন পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক সরফরাজ আহমেদ।সংবাদ সম্মেলনে সরফরাজ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করে জানান, এর মাধ্যমে সমর্থকদের ঈদ উপহার দিতে চান তারা।
তিনি বলেন, ‘টুর্নামেন্টটি রমজান মাসে হবে। তাই শিরোপা জয়ের মাধ্যমে সমর্থকদের ঈদ উপহার দিতে এটি আমাদের ভালো সুযোগ। আমরা কখনও এই টুর্নামেন্টে শিরোপা জিততে পারিনি, এটিই হতে পারে আমাদের প্রথম শিরোপা।’
