
অভিনব এক মাইলফলক অর্জনের হাতছানি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফির সামনে। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানি সাবেক গতিতারকা শোয়েব আখতারকে টপকানোর সুযোগ মাশরাফির সামনে। শোয়েব আকতারকে পিছনে ফেলতে মাশরাফির প্রয়জন মাত্র ৩ উইকেট।
সবকিছু ঠিক থাকলে আসন্ন এশিয়া কাপ ২০১৮ আসরেই এই কৃতিত্ব অর্জন করতে পারে ৩৪ বছর বয়সী বাংলাদেশি অধিনায়ক মাশরাফি।
সেই সাথে আরও একটি অর্জনে নাম লেখানোর সুযোগ পাবেন তিনি। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ২৫তম বোলার ও প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট শিকার করতে আর মাত্র ৫টি উইকেট প্রয়োজন। ভাগ্য সহায় থাকলে আসন্ন এশিয়া কাপেই এই মাইফলক অর্জন করতে পারেন তিনি।
২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে এখনো পর্যন্ত মোট ১৯০টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন মাশরাফি। ১৯০ ইনিংসে বল করে নিজের নামের পাশে যুক্ত করেছেন ২৪৫টি উইকেট। যা তাকে এনে দাঁড় করিয়েছে অনন্য এ অর্জনের দ্বারপ্রান্তে।
