আজ বিশ্বকাপে তৃতীয় ম্যাচে বিকাল ৩.৩০ মিনিটে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে শ্রীলংকা। এটি বিশ্বকাপের তৃতীয় ম্যাচ হলেও নিজেদের প্রথম ম্যাচ। তাই ম্যাচের আগে দেখে নেওয়া যাক দুই দলের পরিসংখ্যান।
নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি পরিসংখ্যানঃ
১. বিশ্বকাপের ১০ ম্যাচে শ্রীলঙ্কা জিতেছে ৬টি। নিউজিল্যান্ডের জয় বাকি ৪ ম্যাচে।
২. ODI এর ৯৮ ম্যাচে নিউজিল্যান্ডের জিয় ৪৮ ও শ্রীলঙ্কার ৪১। ১ টি টাই হয়েছে ৮টি পরিত্যক্ত।
৩. নিউজিল্যান্ডের দলীয় সর্বোচ্চ ৩৭১/৭। শ্রীলঙ্কার দলীয় সর্বোচ্চ ৩২৬/১০।
৪. নিউজিল্যান্ডের দলীয় সর্বনিম্ন ৭৩/১০(২০০৭)। শ্রীলঙ্কার দলীয় সর্বনিম্ন ১১২/১০(২০০৭)
৫. শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ব্যক্তিগত সর্বোচ্চ রান রস টেলরের, ৩৩ ম্যাচে ৮৮১। কুমার সাঙ্গাকারা ৪৭ ম্যাচে ১৫৬৮ রান তুলে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক।
৬. ব্যাক্তিগত সর্বোচ্চ ইনিংস ১৭০ লুক রনকি (Nz) ও ১৪০ রান সনাৎ জয়সুরিয়া।(Sl)
৭. মুরালিধরন ৭৪ উইকেট (SL) ও কাইল মিলস ৩২ উইকেট (NZ)
৮. সেরা বোলিং ফিগার স্যার রিচার্ড হ্যাডলি ২৫/৫ ও মুরালিধরন ৯/৫।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের এ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

