টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয় দক্ষিন আফ্রিকা। সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন তাহির প্রথম ওভারের ২য় বলেই। বেয়ারেস্ট্রোকে স্পিন ফাদে ফেলে ১ রানেই তুলে নেন প্রথম উইকেট।

পরে ২য় উইকেটে রুট (৫১) ও জেসন রয়(৫৪)  মিলে ১০০+ রানের পার্টনারশিপ গড়লে দল আবার সুবিধা জনক অবস্থানে যায়। মাঝে মাঝে জোড়ালো ব্যাটিং হলেও উইকেট পড়েছে কিছুক্ষন পরে পরেই।

এক পাশ আগলে রেখে ৭৯ বলে ৮৯ রান করে আউট হোন স্টোকস। দলীয় সংগ্রহ দাড়ায় ৮ উইকেটে ৩১১।

দক্ষিন আফ্রিকার টার্গেট দাড়ায় ৩১২ রান।