
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির ৫ম আসরে শক্তিশালী দল গঠন করছে ৪র্থ আসরের চ্যাম্পিয়ন ডাকা ডাইনামাইটস। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই ১১ জন বিদেশী খেলোয়াড়কে দলে নিয়েছে ঢাকা ডাইনামাইটস।
শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসনদের মতো ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে ঢাকা ডাইনাইমাইটস।
এই আসরে কিছু নতুন বিদেশি খেলোয়ার দলে নিয়েছে ঢাকা ডাইনাইমাইটস। বিদেশি খেলোয়ার গুলো হলো
গ্রায়েম ক্রেমার, কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন বাদে দলে ভিড়িয়েছেন।
১) সুনীল নারাইন
২) মোহাম্মদ আমির
৩) ইভিন লুইস
৪) নিরোশান ডিকওয়ালা সহ আরো বিদেশী নামিদামি ক্রিকেটারদের।
