ভাল্লাগে যখন দেখি বাংলাদেশেরর কাউকে নিয়ে বাহিরের মানুষ প্রশংসা করে। গর্ববোধ হয় যখন বাংলাদেশের কেউ বাহিরের দেশ থেকে দেশের নাম উজ্জ্বল করে পুরস্কার নিয়ে আসে।

ঠিক তেমনি গতকাল সেরা বাঙ্গালির পুরস্কার নিতে কোলকাতায় ছিলেন মাশরাফি। কোয়েল শুভশ্রি দেবদের কাছ থেকে যখন পুরস্কার নিয়ে আসে তখন দেখতে ভালই লাগে।

সেখানে আরো একটা জিনিস ভাল লেগেছে তা হল দেব শুভশ্রি শ্রাবন্তীরা যখন মাশরাফির মেয়ে হুমায়রার সাথে ব্যস্ত। তাকে নিয়ে তারা সবাই আনন্দ করছে ছবি তুলতেছে। আসলে এগুলা দেখলে ভালই লাগে।

আর মাশরাফিকে নিয়ে কি বলবো তিনি সব সময় আমাদের দেশের নাম উজ্জ্বল করে আসতেছে। উনার প্রশংসা যতই করা হবে ততই যেন কম মনে হবে।

সেখানে মাশরাফি বলেন:

‘আমাদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সম্পর্ক মোটেই খারাপ নয়। সে মাঠে বলুন বা মাঠের বাইরে। এই তো সে দিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বার্মিংহামে হারার পরেও আমরা নিজেদের মধ্যে গল্প করেছি, আড্ডা দিয়েছি। যুবরাজের সঙ্গে আমার বন্ধুত্ব যেমন রয়েছে, তেমনই বিরাটের সঙ্গে আমাদের রুবেল, মুশফিকদের ভালো সম্পর্ক।’

বাংলাদেশ-ভারত দ্বন্দ্বের জন্য দায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম।