২০১৮ সালের বদলে ২০২০ সালে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সপ্তম আসর।আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক সূত্রে এই খবর জানা যায়। তবে ২০২০ সালে বিশ্বকাপের ভেন্যু এখনো নির্ধারণ করা হয় নি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের ভাষ্য মতে,

‘হ্যা, এটা সত্যি। আমরা ২০১৮ সালের বিশ্ব টি-টুয়েন্টি বাদ দিতে চাচ্ছি। এখনো ভেন্যু নির্ধারণ হয় নি। তবে প্রাথমিক কারন হচ্ছে, ২০১৮ সালে মূল সদস্য দেশ গুলোর অনেক দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। তারা ২০১৮ তে বিশ্ব টি-টুয়েন্টি খেলতে ইচ্ছুকও না। যার কারনে টুর্নামেন্ট আয়োজনের জন্য সময় খুঁজে বের করা যাচ্ছে না।’

তবে ২০২০ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এটা নিশ্চিত। সম্ভাব্য ভেন্যু হতে পারে দক্ষিণ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকেও ধরা হয়েছে সম্ভাব্যের তালিকায়।‘হ্যা, টুর্নামেন্টটি ২০২০ সালে মাঠে ফিরবে। ভেন্যু হতে পারে দক্ষিণ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়া। দ্বিপাক্ষিক সিরিজ বাদেও টুর্নামেন্ট পেছানোর আরেকটি কারন আছে।

সদস্য দেশ গুলো মনে করছে সাম্প্রতিক সময়ে অতিরিক্ত আইসিসি টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে। বড় আসরের মাঝে সময়ের ব্যবধান বাড়ানো উচিত বলে মনে করছে দেশ গুলো।’এর আগে আইসিসি বিশ্ব টি-টুয়েন্টি আসর গুলোর প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়ে আসছে। ২০০৭, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছি;

বিশেষ করে ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের পর ২০১৬ সালে ভারতের টি-টুয়েন্টি বিশ্বকাপ ও চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ সালে হওয়ায় পর পর তিন বছর তিনটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে হয়েছে আইসিসিকে।

কিন্তু টি-টুয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলে ছোট ফরম্যাটের ক্রিকেটে আগ্রহ কমে যাবে না তো? আইসিসি অবশ্য এমন কিছু নিয়ে চিন্তিত নয়। কারন বিশ্ব জুড়ে প্রায় প্রতিটি টেস্ট খেলুড়ে দেশেই এখন ফ্রেঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি লীগ চলছে।