
ইংল্যান্ডের কেনিংটন ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের পর্দা উঠছে আজ। ইতিমধ্যে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচকে ঘিরে চায়ের কাপে ঝড় শুরু হয়ে গেছে দেশের ক্রিকেট ভক্তদের। কারণ উদ্বোধনী ম্যাচেই যে মাঠে নামছে বাংলাদেশ।
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। আর এই ম্যাচে ভালো খেলার জন্য দেশের সকলের কাছে দোয়া চেয়েছেন টাইগার হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। ম্যাচের আগের দিন সকলের কাছে দোয়া চেয়ে সাব্বির বলেন,
‘আজ আমরা আমাদের দেশের জন্য খেলবো, ১৬ কোটি মানুষের জন্য খেলবো, নিজেদের সেরাটা দিয়ে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। সবাই বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য এখন পর্যন্ত মোট ১৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যার মধ্যে মাত্র ৪টিতে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। এর মধ্যে গত অস্ট্রেলিয়া বিশ্বকাপে ইংল্যান্ডকে পরাজিত করার সুখস্মৃতি আছে তাদের।
বাংলাদেশ স্কোয়াড:
১. তামিম ইকবাল, ২. সৌম্য সরকার, ৩. সাব্বির রহমান ৪ ইমরুল কায়েস, ৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) ৬. মাহমুদুল্লাহ রিয়াদ, ৭. সাকিব আল হাসান, ৮. মোসাদ্দেক হোসেন সৈকত, ৯. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ১০. রুবেল হোসেন ও ১১. মুস্তাফিজুর রহমান।
