গত ৩০ মে থেকে ইংল্যান্ডের শুরু হয়েছে ক্রিকেটের সবথেকে বড় আসর ক্রিকেট বিশ্বকাপ। এখানে অংশগ্রহণ করেছে ১০ টি দল। গ্রুপ পর্বে প্রতিদলের সাথে প্রতি দলের খেলা হচ্ছে।  

এদিকে আফগানিস্তান তাদের ছয়টি ম্যাচ খেলে ছয়টিতেই পরাজিত হয়েছে। এখান বাকি তিনটি ম্যাচে জয়লাভ করলেও পরে রাউন্ডে যেতে পারবে না। তাই প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বাদ পরে আফগানিস্তান। 

বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে বাদ পরে দক্ষিন আফ্রিকা। গতকাল পাকিস্তানের বিপক্ষে ৪৯ রানে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বাদ পরে এই দল। তাদের ছয় ম্যাচ খেলে এক জয়, একটি ম্যাচ পরিত্যক্ত ও চার ম্যাচ হেরে যায় দক্ষিন আফ্রিকা। 

এখন তিন ম্যাচ জিতলেও পরের রাউন্ডে উঠতে পারবে না। এর আগে ২০০৩ সালে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পরে দক্ষিন আফ্রিকা। ২০০৩ সালের পর ২০১৯ সালে এসে আবারও গ্রুপ পর্ব থেকে বাদ পরে দক্ষিন আফ্রিকা।