
২০১৯ সালের বিশ্বকাপের পর আমার মেয়াদ শেষ হবে। এ কারণে আমার প্রধান লক্ষ্য এখন ১৯ সালের বিশ্বকাপই। সে উদ্দেশ্যেই আমি দলের তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করছি।
আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া লাউঞ্জে বসে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসলে তাদের ধোলাই করতে চান চন্ডিকা হাথুরুসিংহ।
টেস্টে আমরা কিছুটা এগিয়েছি। অন্তত উপমহাদেশে জেতার মত ম্যাচ পরিকল্পনা আমাদের আছে। আমরা সেটা করে দেখিয়েছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্টই আমরা জিততে চাই। আমরা বিশ্বাস, নিজেদের কন্ডিশনে আমরা লড়াকু দল।
