ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসির মধ্যে গত কয়েক বছর ধরে চলা রাজস্ব অর্থের জটিলতার সমাধান না হলে ভারত থেকে ২০২৩ বিশ্বকাপ সরিয়ে নিতে পারে আইসিসি। সেক্ষেত্রে বিশ্বকাপ আয়োজনে আইসিসির প্রথম পছন্দ বাংলাদেশ। তাই ২০২৩ বিশ্বকাপ বাংলাদেশেও হতে পারে। 

বাংলাদেশের পারফর্মেন্সে মোটেই অবাক নয় আইসিসির প্রধান নির্বাহী। তার মতে বড় দল হয়ে ওঠার জন্য বিশ্বমঞ্চে যেমন ক্রিকেট খেলা উচিৎ, বাংলাদেশ সেটাই খেলছে। বাংলাদেশের পারফর্মেন্স নিয়ে দর্শকদের গর্ব করা উচিৎ।