
ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড ৪-০ গোলে জিতেছিল। ওই দলকেই মৌসুমের দ্বিতীয় ম্যাচে নামালেন হোসে মরিনহো।
কাকতালীয় ব্যাপার, সোয়ানসি সিটির মাঠেও স্কোর থাকল এক। ১১০ বছর পর ক্লাবের ইতিহাসে লিগের প্রথম দুই ম্যাচেই চার বা তার বেশি গোল করার নজির গড়ল ম্যানইউ।
লিবার্টি স্টেডিয়ামে শনিবার রবিবার ৪-০ গোলে জিতেছে ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা। ১৯০৭-০৮ মৌসুমেও এমন দুর্দান্ত সূচনা হয়েছিল তাদের। অ্যাস্টন ভিলার মাঠে ৪-১ গোলে জিতেছিল ম্যানইউ।
পরে ঘরের মাঠে ৪-০ গোলে লিভারপুলকে উড়িয়ে দিয়েছিল এর্নেস্তো মাংনলের শিষ্যরা। ফুটবল লিগে ওইবার নিজেদের ১৬তম আসরে এসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
এবার রোমেলু লুকাকু ও পল পোগবাদের নিয়ে চার বছরের লিগ শিরোপা খরা কাটানোর প্রত্যাশা করতেই পারেন মরিনহো।
