
মেসি রোনালদো দুজনের মধ্যেই গত নয়টি বছর বর্ষসেরা ফুটবলারের লড়াইটা চলছে। গ্রহের অন্যতম সেরা দুই ফুটবলারই ভাগাভাগি করে নিচ্ছেন ব্যালন ডি’অর পুরস্কার।
এই দ্বৈরথ আর কত চলবে? মেসি-রোনালদোর আধিপত্য খর্ব হবে কার ধরে? এমন প্রশ্নই বিরাজ করছে ফুটবল দুনিয়ায়। অনেকেই মনে করেন, এক্ষেত্রে নেইমারই যোগ্য প্রতিদ্বন্দ্বী।
ব্রাজিল কোচ তিতেও দিলেন সেই ইঙ্গিত। ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে মেসি-রোনালদোর সঙ্গে লড়বেন নেইমার। মেসি-রোনালদোর পর্যায়ে যাবেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
নেইমার নিজেকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায় জানালেন ব্রাজিলিয়ান বর্তমান কোচ। ব্যালন ডি’অরের লড়াই নিয়ে তিতে বলেন, এক্ষেত্রে লড়াইটা হবে তিনজনের : ক্রিশ্চিয়ানো, মেসি ও নেইমারের। ক্রিশ্চিয়ানো ও মেসি ভিন্ন প্রজন্মের। নেইমার তাদের পর্যায়ে যাবে। এটা অবশ্য তার পারফরম্যান্সের ওপর নির্ভর করে। সে মেসির সঙ্গে খেলছে কিনা, সেটা কোনো বিষয় না!
