এবারের বিপিএলে রাজশাহী কিংসেই বিক্রি হলেন তরুন পেসার হোসেন আলী। বিপিএলে গতকাল  তিনি বল হাতে ২ ওভারে ২৫ রান দিলেও করছেন ১৩৫-১৪০ কিমি বল। ১৯ বছর বয়সী বোলারের কাছে এতো গতি আশা করাও অনেক কিছু।

বোলিং এ নিয়ন্ত্রন একটু কম কিন্তু সঠিক পরিচর্যায় আরও একজন স্টার পেতে পারে বাংলাদেশ ।পেস বাউন্স ঠিক আছে। শুধু ভ্যারিয়েশন আর কন্ট্রোল এর দিকে মনযোগ দিলে হোসেন আলি হতে পাররে হাসান আলির থেকেও বেটার কেউ।

পাইপলাইনে,পেসারের অভাব নেই। দরকার শুধু তাদের সঠিক পরিচর্যার। সঠিক পরিচর্যায় উঠে আসতে পারে অনিক,খালেদ,হোসেন,রানা দের মত উঠতি পেসাররা।