রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে পড়ল ফুটবল পরাশক্তি ইতালি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় ম্যাচ জুড়ে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখলো তারা;

কিন্তু জালের দেখা আর মিলল না। ফলাফল-চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পিছনে ফেলে মূল পর্বে জায়গা করে নিল সুইডেন।

মিলানের সান সিরোয় সোমবার রাতে বাছাইপর্বের প্লে-অফের ফিরতি লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জেতায় বিশ্বকাপের টিকেট পেল সুইডেন।