ইংল্যান্ড এর বিপক্ষে শক্তিশালী টিম নিয়ে মাঠে নামবে ব্রাজিল। এক ম্যাচ বিরতি দিয়ে ইংল্যান্ড এর বিপক্ষে মাঠে নামবে আলভেস আর ইঞ্জুরি থেকে ফিরে ইংল্যান্ড এর বিপক্ষে মাঠে নামবে কৌতিনহো। কিছুদিন আগে শেষ হয়েছে অনূর্ধ ১৭ বিশ্বকাপ।

সেখানে ইংল্যান্ডের বিপক্ষে হার নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বিদায় নেয় ব্রাজিল। তাহলে আজ বলাই জেতে পারে প্রতিশধ নেওয়ার জন্যই মাঠে নামবে নেইমারের ব্রাজিল।

চলুন দেখেনিই ব্রাজিলের হয়ে আজ যারা খেলবেন…

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: এ্যালিসন, কাসিও, এডারসন। ডিফেন্ডার: এলেক্স সানড্রো, মার্সেলো, ডানি আলভেস, ডানিলো, জেমারসন, মারকুইনহোস, মিরান্ডা, থিয়াগো সিলভা।

মিডফিল্ডার: কাসেমিরো, দিয়েগো, ফার্নানদিনহো, গুলিআনো, পলিনহো, কুতিনহো, রেনাটো অগাস্টো ও উইলিয়ান।

ফরোয়ার্ড: দিয়েগো সুজা, দুঙ্গাস কোস্টা, রবার্তো ফারমিনহো, গ্যাব্রিয়েল জেসাস, নেইমার ও তাসিনো।