বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২ ডিসেম্বর শনিবারের প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স।

চলতি বিপিএলে নয় ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে রাইডার্সদের অবস্থান চার নম্বরে।  সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে চার নম্বর অবস্থান ধরে রাখতেই হবে ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালামদের নিয়ে গড়া রংপুরের। এমন সমীকরণ সামনে রেখে মাশরাফিদের সাথে যোগ দিল আরও দুই লঙ্কান ক্রিকেটার।

এবার আরও দুই লঙ্কান ক্রিকেটার যোগ দিলেন রংপুর শিবিরে। শুক্রবার দলের সাথে যোগ দিয়েছেন পেসার ইসুরু উদানা আর ব্যাটসম্যান চামারা কাপুগেদারা।