
হয়তো তিনি নিজেকে বর্তমান সময়ের সেরা দাবী করতে গিয়েই ইতিহাসের সেরা বলে ফেলেছেন । কিন্তু এই বিতর্কিত বক্তব্যের পর চারদিক থেকে সমালোচনা ধেয়ে আসছে রোনালদোর দিকে। তাদেরই একজন স্পানিশ কিংবদন্তি জুলিও স্যালিনাস। তিনি বলেন,
আপনি চমৎকার খেলেন, তার মানে এ নয় যে আপনি সর্বকালের সেরা। কারণ আপনার দুর্ভাগ্য যে আপনি এমন সময় খেলছেন যখন মেসির মতো ফুটবল গ্রেটও আপনার সঙ্গে খেলছেন। রোনালদোর উদ্দেশ্যে স্যালিনাস বলেন, আমার মনে হয় না আপনি সেরা, কারণ আপনার সমসাময়িক অনেকেই আছেন যারা এ সময়ের সেরা।
সাবেক বার্সেলোনা তারকা আরো বলেন, ব্যালন ডি’অর পুরস্কারগুলো দিয়ে নিজেকে সান্ত্বনা দিন। অনেক সময় এগুলোর জন্যও যোগ্য নন আপনি।
