প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে র‍্যাংকিংয়ে আটে উঠার হাতছানি বাংলাদেশের সামনে। তবে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয় কিংবা ‘ড্র’ হলেও র‍্যাংকিংয়ে উপরের ধাপে উঠবে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে আগের টেস্ট ড্র করাতে র‍্যাংকিংয়ে উপরে উঠার কাজটা কিছুটা সহজ হয়ে গিয়েছে টাইগারদের।

বর্তমানে টেস্ট র‍্যাংকিংয়ে ৭২ রেটিং নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। তবে একই রেটিং নিয়ে একধাপ উপরে; ৮’এ রয়েছে উইন্ডিজ।  অন্যদিকে চলতি টেস্ট সিরিজ শ্রীলঙ্কা জিতলে রেটিং হারাবে বাংলাদেশ। সেক্ষেত্রে ১ রেটিং হারিয়ে ৭১ এ নেমে আসবে টাইগারদের রেটিং। শ্রীলঙ্কা টেস্ট সিরিজ জিতলেও র‍্যাংকিংয়ে উপরে উঠার কোন সুযোগ নেই। তবে রেটিং বাড়বে লঙ্কানদের

অন্যদিকে বাংলাদেশ টেস্ট সিরিজ জিতলে ৬ রেটিং বেড়ে দাঁড়াবে ৭৮’এ। সেক্ষেত্রে যেকোন মূল্যে জিততে হবে ঢাকায় হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ঢাকা টেস্ট হারলে অপেক্ষা করতে হবে পরবর্তী টেস্ট সিরিজের জন্য। তবে র‍্যাংকিং নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্ট নির্ভার হয়ে খেলতে চায় বাংলাদেশ এমনটি জানিয়েছেন মাহমুদউল্লাহ। আপাতত র‍্যাংকিং নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি।  দ্বিতীয় টেস্টের আগেরদিন মিরপুরে সংবাদ সম্মেলনে এসব বলে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

“ম্যাচ জিতলে র‍্যাঙ্কিংয়ের এমনিতেই আপনার উন্নতি হবে। আটে উঠে আসা অবশ্যই আমাদের জন্য সুযোগ। তবে একটা টেস্ট জিততে পারা মানে তো বাংলাদেশের জন্যও জেতা হলো। তাই র‍্যাঙ্কিং নিয়ে অতটা ভাবছি না। জিতলে অবশ্যই এটা কাজে আসবে।”