
বার্সা নেইমারের কাছে চুক্তি ভঙ্গের জন্য ৮.৫ মিলিয়ন চায়! কিন্তু আবারনেইমার বার্সা থেকে লয়ালিটি বোনাস পাওনা ২৬ মিলিয়ন চায়।
অপরদিকে নেইমারের সাবেক ক্লাব সান্তোস চুক্তি অনুযায়ী নেইমারের ক্লাব বদলের ৫% ৮.৯ মিলিয়ন ও চুক্তি অনুযায়ী প্রীতি ম্যাচ না খেলায় ৪.৫ মিলিয়ন জরিমানা সহ ১৩.৪ মিলিয়ন চায়!
নেইমার যদি ৮.৫ মিলিয়ন বার্সালোনাকে দিয়ে দেয়, তাহলে বার্সালোনাকে ফিরত দিতে হবে দিতে হবে ৩৯.৪ মিলিয়ন!
