
ব্রাজিলিয়ান পোষ্টার বয় হিসেবে খ্যাত নেইমারের জোড়া গোল ও জোড়া এসিস্টের উপরে ভর করে নিজ মাঠে তৌলুসকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে ফেঞ্চ লিগ জায়ান্ট পিএসজি সেই সাথে পিএসজির ঘরের মাঠে নিজের অভিষেক
ম্যাচটাকেও নিজের দুর্দান্ত পারফর্মেন্সের মাধ্যমে রাঙ্গিয়ে তুললো দলবদলের বাজারের সকল রেকর্ড ভেঙ্গে দিয়ে পিএসজিতে নাম লেখানো এই ব্রাজিলিয়ান সেনসেশন ম্যাচের সর্বোচ্চ রেটিং পয়েন্ট (১০)নিজ দখলে রাখার পাশাপাশি পিএসজির হয়ে নিজের দ্বিতীয়
ম্যাচেও টানা দ্বিতীয়বারের মত ম্যান অব দ্যা ম্যাচের খেতাবও জিতে নিয়েছেন ব্রাজিলের হেক্সা জয়ের এই মূল স্বপ্নসারথী।
বাকি গোল করেছেন কুরজাওয়া ১ গোল পাস্তোরি ১ গোল রবিওট ১ গোল কাভানি ১ গোল
বি:দ্র:- পিএসজির করা ৬টি গোলের মধ্য ৫টি গোলেই প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে অবদান ছিলো নেইমার জুনিয়রের
