ইংল্যান্ডে চলমান প্রমীলা বিশ্বকাপে এক বিরল রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের অধিনায়ক ডেন ফন নিকার্ক। যা ১৭৩ বছরের ক্রিকেট ইতিহাসে আগে কখনও হয়নি।

২৪ বছর বয়সী এই তরুণী ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচে কোন রান না দিয়েই নিয়েছেন চার উইকেট। গড়েছেন বিশ্বরেকর্ডও। এর আগে কোন রান না দিয়ে তিন উইকেট নেয়ার রেকর্ড হয়েছে তিন বার। এর মধ্যে ওয়ানডেতে দু’বার, টেস্ট এবং টি-টোয়েন্টিতে একবার করে।

আর এবারই প্রথম চার উইকেট নিয়ে নতুন মাইলফলক স্পর্শ করলেন এই প্রোটিয়া। এর মধ্যে ওয়ানডেতে দু’বার, টেস্ট এবং টি-টোয়েন্টিতে একবার করে।

তবে কোন রান খরচ না করে তিন বা তার বেশী উইকেট নেয়ার কীর্তির চারটি রয়েছে নারীদের দখলে। আর পুরুষ ক্রিকেটার দখলে আছে মাত্র একবার। সেটা ১৯৫৯ সালে ভারতের বিরুদ্ধে দিল্লি টেস্টে অস্ট্রেলিয়ান বোলার রিচি বেনোর।

নারী বিশ্বকাপে কোনো অধিনায়ক হিসেবে ডেন ফন নিকার্কের এটাই আবার সেরা বোলিং ফিগার। রিচি বেনোর বোলিং ফিগার ৩.৪-৩-০-৩। সেখানে ফন নিকার্কের বোলিং ফিগার ৩.২-৩-০-৪।

এর আগে ১৯৯৭ সালে অজি প্রমীলা বোলার অলিভিয়া ম্যাগনো পাকিস্তানের সাথে ১.৪ ওভার বল করে কোন রান না দিয়ে নিয়েছিলেন তিন উইকেট। পরবর্তীতে ২০১২ সালে টাইগ্রেসদের বিপক্ষে শ্রীলঙ্কান সান্দামালি দোলাওয়াত ১ ওভার বল করে কোনো রান না দিয়ে নেন ৩ উইকেট।

২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের অ্যারান ব্রিন্ডল ২ ওভার বল করে কোনো রান না দিয়ে নেন ৩ উইকেট। লেস্টারের গ্রেস রোডে অনুষ্ঠিত ম্যাচে ডেনের ঘূর্নিতে ২৫.২ ওভারে মাত্র ৪৮ রানে শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। জবাবে ৬.২ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।