রাশিয়া বিশ্বকাপে আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাতে মাঠে নামবে ব্রাজিল ও জার্মানি। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালের পর আর দেখা হয়নি তাদের। প্রিতি ম্যাচে আবার মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২ ও সনি টেন-২ এইচডি।

অপর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি দেখা যাবে স্কাই স্পোর্টস (ফুটবল), ইএসপিএন ডিস্পোর্টস ও ওয়াচইএসপিএন – এ।

গত শুক্রবার রাতে রাশিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল। আর ইতালির বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। আগের প্রীতি ম্যাচে জার্মানির মাঠে ১-১ গোলে ড্র করেছে স্পেন।

ইনজুরিতে থাকায় ব্রাজিলের হয়ে মাঠে নামছেনা নেইমার। অন্যদিকে ইতালির বিপক্ষে দলের সঙ্গে থেকেও ইনজুরির কারণে খেলেননি লিওনেল মেসি। এখন স্পেনের বিপক্ষেও খেলতে পারছেনা ইঞ্জুরির কারণে ।