
ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ওয়ানডে উইকেটের দেখা পায়নি আবুল হাসান রাজুর। সেই ২০১২’ সালে অভিষেক, এখন ২০১৮’ সাল। এত সময় এর ভিতর উইকেটের স্বাদ পেলেন না এই পেস-অলরাউন্ডার।

এখন পর্যন্ত খেলেছেন ৭টি ওয়ানডে। ২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় আবুল হাসান রাজুর। পাঁচ ম্যাচ সিরিজের দুটিতে একাদশে সুযোগ পেয়েছিলো, কিন্তু কোন উইকেট শিকার করতে পারেনি। ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে সুযোগ পান একটি ম্যাচে।
২০১৪ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন দুই ম্যাচ। আর ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজে সুযোগ হয় একটি ম্যাচে। প্রথমধাপে ওই ৬ ম্যাচেই উইকেটহীন থাকেন। তিন বছর পর ত্রিদেশীয় সিরিজে জাতীয় দলে ফিরেও সেই ভাগ্যই থাকল, মিলল না উইকেটের দেখা।
