
চলতি বছরের ১ আগস্ট শুরু হবে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট। ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০০তম টেস্ট খেলার মর্যাদা অর্জন করবে ইংল্যান্ড। এই হাজারমত টেস্টে ম্যাচে ডাক পেয়েছেন লেগ স্পিনার আদিল রশিদ। আর দলে জায়গা পেয়ে অনেকটা বিস্মিত হয়েছেন তিনি।
এই ম্যাচের স্কোয়াডে জায়গা পাওয়া প্রসঙ্গে রশিদ বলেন, ‘সত্যি আমি অবাক হয়েছি। সবাই কাউন্টিতে গিয়ে পারফর্ম করে তবেই না জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় থাকে। সেখানে এভাবে ডাক পাওয়ার পর আমার নিজেরই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে গিয়েছি।’
এছাড়াও তিনি আরও বলেন, ‘নিজের সেরাটা দিয়েই দলের চাহিদা পূরণ করার চেষ্টা করবেন তিনি।’
