স্কটল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচ আফগানিস্তান মাঠে নামায়নি রশিদ-নবীকে। কিন্তু তাদের ছাড়াই আজ ম্যাচতা জিতে নিলো আফগানিস্তান। তাও আবার এতো রান চেজ করে।

স্কটল্যান্ড প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে তোলে ৩২৫ রান। এত রান করার পর নিম্চিত ভাবেই জয়ের কথাই ভেবেছিল তারা। কিন্তু সেটা হয়নি। উল্টো জিতে নিয়েছে আফগানিস্তান।

এই ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। আর সেই বৃষ্টির হানার পর ম্যাচটি যায় বন্ধ হয়ে। তখন বৃষ্টি আইনে ২ রানে এগিয়ে ছিল আফগানিস্তান।

স্কটল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে ব্যাটিং পরীক্ষাই ছিল আফগানিস্তান। দলের ওপেনার মোহাম্মদ শেহজাদ করেছে ৫৫ রান। ১১৩ রান করেছেন ফর্মে থাকা রহমত শাহ। হাসমত শহীদি করেছে ৫৯ রান। আসগর আফগান ২২ রানে ছিলেন অপরাজিত। আর বৃষ্টি আইনেই তারা জিতে তাদের সেই ম্যাচটি। বৃষ্টি আইনে ২ রানে জিতে তারা।

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর অ্যাাপস ডাউনলোড করুন এখানে ক্লিক করুন