আফগানিস্তানের কাছে পাত্তাই পেলো না জিম্বাবুয়ে। আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে বিপক্ষে ২-০ তে টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করে র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আট নম্বরে উঠে এসেছে আফগানিস্তান।

২-০ তে সিরিজ জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ১৭ রানের জয় পায় তারা। ১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ১৪১ করে জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৪০ রান করে আউট হন সিকান্দার রাজা। দুই স্পিন সেনসেশন রশিদ খান ও মুজিব জাদরান দু’টি করে উইকেট নেন। অন্যটি মোহাম্মদ নবীর।

টসে হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। দুই ম্যাচেই ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কার জেতা নবীর ব্যাট থেকে আসে ২৬ বলে ৪৫। ওপেনার মোহাম্মদ শাহজাদ ১৭, করিম সাদিক ২৮, অধিনায়ক আসগর স্তানিকজাই ২৭ ও নাজিবুল্লাহ জাদরান ২৪ রান করেন।

যদিও আইসিসি এখনো টি-২০ টিম র‌্যাংকিং প্রকাশ করেনি। তবে লঙ্কানদের হটিয়ে আফগানদের আটে ওঠার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে। বাংলাদেশের অবস্থান দশম। শীর্ষে পাকিস্তান। দুইয়ে নিউজিল্যান্ড ও তিনে ভারত। এরপর যথাক্রমে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া।