
জিম্বাবুয়ে বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছে আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ১৫৪ রানে পরাজিত হয় আফগানিস্তান। আরব আমিরাতের শরাজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার জয় পেতে মারিয়া হয়ে ঝাঁপিয়ে পরে জিম্বাবুয়ে। এবং সেই ম্যাচে জয় পেয়েছেও তারা। সেটি ১৫৪ রানের ব্যবধানে জয় পায়। কিন্তু ১৫৪ এর বদলা যেন ১৫৪ তে! কিন্তু না। শুধু এভাবে দেখার উপায় নেই। দুই ম্যাচের স্কোর কার্ডে চোখ রাখলে বিস্ময় হবে সকলে। বলবে মিল এমনও হয়!
শুক্রবার প্রথম ওয়ানডেতে আফগানিস্তান টস জিতে আগে ব্যাটিং বেছে নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৩ রান করে আফগানিস্তান। ৩৩৪ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ১৭৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
এবার রবিবারের ২য় ওয়ানডে ম্যাচের স্কোর কার্ডে চোখ রাখা যাক। টসে জিতে আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভার খেলে এক সেঞ্চুরির উপর ভর করে তাদের স্কোর ৫ উইকেটে ৩৩৩ রান। প্রথম ম্যাচের সঙ্গে তখনই মিল পাওয়া গেল।
আফগানিস্তান তো এই স্কোরই করেছিল শুক্রবার। এ কাকতাল দেখেও যদি বিস্মিত হয়ে থাকেন কেউ, তবে সেই বিস্ময় নিশ্চিত মাত্রা ছাড়িয়েছে আফগানিস্তান ইনিংস শেষে। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মতো আফগানিস্তানও এদিন অল আউট ১৭৯ রানে। ফলে ১৫৪ রানের জয় জিম্বাবুয়ের।
মিল তো হতেই পারে। তাই বলে এমন মিল। দুই ম্যাচের স্কোর কার্ড পাশাপাশি রাখলে এমন প্রশ্নই শুধু জাগছে। ভবিষ্যতে দুই দলের অতীত রেকর্ড খুঁজতে গেলেও ক্রিকেট লেখিয়ে বা ভক্তদেরও বিস্মিত করবে এই দুই স্কোর বোর্ড। ক্রিকেটের আনন্দ যে শুধুই জয় পরাজয়ে নয়, এই দুই ম্যাচের স্কোর কার্ড কি সেটিই বলবে না?
