
চলতি বছরের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইভিত্তিক টি-টোয়েন্টি লিগ। সেখানে ভারতের খেলোয়ার চাইছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
ভারতের খেলোয়ারদের বাইরে কোন লীগ খেলতে দেন না তাদের ক্রিকেট বোর্ড, তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বেশ ভালো সম্পর্ক।
এই সম্পর্কের কারনেই খেলোয়ার চাইছে আফগানরা। তবে ভারত খেলোয়ার দিবে না বলেই মনে করছেন অনেকেই।
এ জন্যই এসিবি বলছে, ” চুক্তিভূক্ত না হোক, কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দের যেন তাদের লিগে খেলতে দেয়ার অনুমতি দেয়া হয়।”
শুক্রবারে এসিবি ঘোষনা দেয়, আফগান টি-টোয়েন্টি লিগে ভারতীয় খেলোয়াড় আনার চেষ্টা চলছে।
শারজায় ৪ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে আফগান টি-টোয়েন্টি লিগ। এসিবির দাবি, এতে অংশ নেয়ার জন্য ৪০ জন বিদেশি ক্রিকেটার আগ্রহ প্রকাশ করেছেন। এসিবির উর্ধ্বতন একজন কর্তা জানিয়েছেন, ভারতীয় খেলোয়ারদের দেয়ার জন্য বিসিসিআইয়ের কাছে অনুরোধ করবেন তারা।
