দক্ষিণ আফ্রিকার সাবেক ঘরোয়া ক্রিকেটার ডিয়োন তালজার্ড বড় ধরনের শাস্তিই পেয়েছেন। ধর্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১৮ বছরের দণ্ডাদেশ দেয়া হয়।

দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বোর্ডার’র হয়ে খেলেছিলেন তারজার্ড। এরপর তিনি চলে যান যুক্তরাজ্যে।

তালজার্ড ধারাবাহিকভাবে অজ্ঞাক এক নারীকে ধর্ষণ করছিলেন। একটা সময় অতিষ্ঠ হয়ে সেই নারী আত্মহত্যা চেষ্টাও করেন। তবে শুরু থেকেই নিজেকে নির্দোষ এবং পরিস্থিতির শিকার দাবি করে আসছিলেন তিন সন্তানের জনক ৪৭ বছর বয়সী তালজার্ড।

১৯৯৮ সালে একবার আলোচনায় আসেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার তালজার্ড। সেবার হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানের একটি দলের বিপক্ষে ।

বোর্ডার’র হয়ে প্রথম শ্রেণির ২৫টি ম্যাচ খেলেন তালজার্ড। ৩০.৯৩ গড়ে ৬০ উইকেট নেন তিনি। ইনিংসে ৫ উইকেট নেন দুবার।