
পাকিস্তান ও অস্ট্রেলীয় যুবাদের সিরিজের শেষ একদিনের ম্যাচেও পাকিস্তানের যুবাদের কাছে হেরেছে অষ্ট্রেলিয়ার যুবারা। পাকিস্তানের দেয়া ৩১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯ রানে হারে অজিরা।
সেই অস্ট্রেলিয়ার পথে বাধা হয়ে ধারায় আফ্রিদি।

পর পর দুটি আঘাতে দুই উইকেট শিকার করলেন পাকিস্তানের যুবো বোলার শাহিন শাহ আফ্রিদি। ৪৬তম ওভার করতে এসে প্রথম বলে রো’কে শিকার করেন আফ্রিদি। পরের বলে এডওয়ার্ডকে ফিরান তিনি। শেষ মুহূর্তে এই উইকেটের ছন্দ পতনে জয় থেকে ছিটকে পড়েছে অস্ট্রেলিয়া।
তখন অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ৮ বলে ৫৭ রান। আফ্রিদির বলে সুলেমানের বাজিমাত ঝুলিতে আরো একটি উইকেট পুরলেন পাকিস্তানের যুবা পেসার সুলেমান শাফকত। অনুর্ধ্ব-১৯ দলের এই দুর্ধর্ষ পেসার এবার বল হাতে নয় ফিল্ডিংয়ে বাজিমাত করেছেন।
জয়ের জন্য অস্ট্রেলিয়ার যখন উইকেট সামলাতে ব্যস্ত তখন শাহিন শাহ আফ্রিদির বলে হোপকে রান আউট করলেন সুলেমান। পরের ওভারে গ্রিনকে ফেরালেন সাদ খান।
