
এশিয়া কাপের ফাইনাল ম্যাচে দুর্ধান্ত খেলছিলো ওপেনার লিটন কুমার দাস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটিও আসে এই ম্যাচে। লিটনের এই ইনিংসটি নিয়ে যাচ্ছিলো বাংলাদেশের বড় সংগ্রহের দিকে।
কিন্তু সেই সময় বিতর্কিত আউট হয় লিটন। ৪১ তম ওভারের শেষ সামনে এগিয়ে মারতে গিয়ে বল মিস করে লিটন। এর পর স্টাম্পিং করে উইকেট রক্ষক ধনী। আউটের সিদ্ধান নেওয়ার জন্য টিভি আম্পায়ারকে কল করে মাঠের আম্পায়ার।
টিভি আম্পায়ার ভিবিন্ন কোন থেকে দেখে আউটের সিদ্ধান্ত দেয়। এর পর শুরু হয় বিতর্ক। মন্তব্য করে অনেক গ্রেড ক্রিকেটাররা। এখানে পাকিস্তানের সাবেক ক্রিকেটা আফ্রিদিও জানায় প্রতিবাদ। তিনি তার টুইটারে লিটনের আউট সম্পর্কে এই প্রতিবাদ জানায়।
শহিদ আফ্রিদী লিখেন “এই এশিয়া কাপ আয়োজনের কি প্রয়োজন? আইসিসি এটি ভারতের জন্য ফিক্সড রেখেছে।আম্পায়ার ছাড়া ভারত কোনো ফাইনাল জিততে পারেনা।বাংলাদেশ শুধু ক্রিকেটে হেরেছে ,কিন্তু ভারত তাদের নৈতিকতা হারালো।”
