আর্জেন্টিনার তারোকা সের্হিও আগুয়েরোর রেকর্ডে জিতেছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে দুই ম্যাচ হাতে থাকতেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে পেপ গুয়ার্দিওলার দল।

বুধবার(আগামীকাল) রাতে নাপোলির মাঠে ৪-২ গোলে জয়লাভ করে সিটি। ৪ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে খেলা নিশ্চিত করে গুয়ার্দিওলার দল। ফেইনুর্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতে শাখতার দোনেৎস্ক ৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। নাপোলির পয়েন্ট ৩। এখনও কোনো পয়েন্ট না পাওয়া ফেইনুর্ডের নকআউট পর্বের আশা শেষ।

নিজেদের মাঠে ২১তম মিনিটেই গোল করে এগিয়ে যায় নাপোলি। ড্রিস মের্টেন্সকে বল বাড়িয়ে দ্রুত ডি বক্সের ভেতর ঢুকে পড়েন বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা লরেন্সো ইনসিনিয়ে। ফিরতি পাস পেয়ে নিখুঁত শটে জালে জড়িয়ে দেন ইতালির এই ফরোয়ার্ড।

প্রথমার্ধেই সমতায় নিয়ে আসেন সিটি। ৩৪তম মিনিটে ডান দিক থেকে ইলকিয়াই গুনদোগানের বাড়ানো ক্রসে দূরের পোস্টে থাকা আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি দারুণ হেডে লক্ষ্যভেদ করেন সেই সাথে সমতা ফিরে পান সিটি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে থাকে ইংল্যান্ডের দলটি। ৪৮তম মিনিটে লেরয় সানের নেওয়া কর্নারে জন স্টোনসের হেডে বল ক্রসবারের নিচের দিকে লেগে গোললাইন পেরোয়।

সিটির এগিয়ে যাওয়ার আনন্দ ৬২তম মিনিটে সফল স্পট কিকে কেড়ে নেন জর্জিনিয়ো। ডি বক্সের ভেতর সানে রাউল আলবিওলকে ফাউল করায় পেনাল্টির পান সিটি।

৬৯তম মিনিটে সিটিকে আবারও এগিয়ে নেন আগুয়েরো। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ট্যাকলে পড়ে যাওয়ার আগে পেছনে বল বাড়ান সানে। তা নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের মাপা শটে লক্ষ্যভেদ করে সিটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (১৭৮টি) হওয়ার রেকর্ড গড়েন আগুয়েরো।

গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে সিটির ইতিহাসের আগের সর্বোচ্চ গোলদাতা সাবেক ফরোয়ার্ড এরিক ব্রুকের রেকর্ড স্পর্শ করেছিলেন আগুয়েরো।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ৪-২ করেন রাহিম স্টার্লিং।

‘ই’ গ্রুপে নিজেদের মাঠে মারিবোরকে ৩-০ গোলে হারানো লিভারপুল ৮ পয়েন্ট নিয়ে শীর্ষ আছে। অন্য ম্যাচে স্পার্তাক মস্কোকে ২-১ গোলে হারিয়ে স্পেনের ক্লাব সেভিয়া ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

রাশিয়ার ক্লাব স্পার্তাক মস্কো ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। মারিবোরের পয়েন্ট ১।