রাশিয়া বিশ্বকাপের স্বপ্ন শেষ আগুয়েরোর। হাঁটুর ইনজুরি কেড়ে নিচ্ছে সার্জিও আগুয়েরোর বিশ্বকাপ খেলার স্বপ্ন। আসন্ন বিশ্বকাপ খেলা হচ্ছে না তার! তেমনই সংশয় প্রকাশ করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ফিজিও হোমেরো ডি আগস্টিনো।

হাঁটুর ইনজুরিতে পড়ে মার্চ মাসের পুরো সময়টা মাঠের বাইরে ছিলেন আগুয়েরো। ম্যানচেস্টার ডার্বি ও লিভারপুলের ম্যাচের পর অনুশীলনে আবার ইনজুরিতে পড়ে আগুয়েরো। এতে অস্ত্রোপচার করতে বাধ্য হয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। অস্ত্রোপচার শেষে এখন বিশ্রামে রয়েছেন।

আগস্টিনো জানালেন, বিশ্বকাপ আসতে দুই মাসও সময় নেই। আমার মনে হয় না, এই সময়ের মধ্যে শতভাগ ফিট হয়ে সে আর্জেন্টিনা দলে যোগ দিতে পারবে। ইনজুরিটা বেশ বড়। সেরে উঠতে সময় লাগবে। জানি, সুস্থ হতে ও কঠোর পরিশ্রম করে যাবে। তবে মনে হয় না, বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হতে পারবে।