
পাকিন্তান জাতীয় দলের পেস বলার মোহাম্মদ আমির। পাকিস্তান জাতীয় দলে আসার পর থেকেই আলো ছাড়িয়ে যাচ্ছে এই পেসার। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ওয়ানডে, টি২০ ও টেস্ট ক্রিকেট মিলিয়ে তার উইকেট সংখ্যা ২১৭টি।
এই পাকিস্তানি পেসারকে অনুসরণ করেছে অনেকেউ তার ভিতরে আছে বাংলাদেশী পেসার কাটার মাস্টার মুস্তাফিজ। এবার আরেক জন আমিরের অনুসারিকে পাওয়া গেলো। তিনি হংকং জাতীয় দলের পেসার আইজাজ।
মাঠে নামার আগে হংকং পেসার আইজাজ বলেন, ‘সব সময় আমি মোহাম্মদ আমিরের খেলা অনুসরণ করি। এই প্রথম তার বিপক্ষে খেলব। এ নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। নিজের আদর্শের সঙ্গে খেলাটা দারুণ কিছু। কখনও ভাবিনি তার বিপক্ষে খেলার সুযোগ পাব আমি।’
