গতকাল সাংবাদিকদের পাপন বলেছিলেন টাইগারদের টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান চায় না টেস্ট খেলতে৷

পাপন আরও বলেছিলেন, তিনি না কি সাকিবের কথাবার্তা শুনে বুঝতে পারেন সাকিব টেস্ট খেলতে চায় না। ইনজুরি থেকে দুরে থাকার জন্যই টেস্ট খেলতে চান না সাকিব। এমন টি বলে মন্তুব্য করেন তিনি। 

কিন্তু পাপনের এমন কথার সাথে একমত হয়ে পারেনি আকরাম খান৷ আজ সাংবাদিকদের তিনি বলেন, ‘সে টেস্ট খেলছে, আর টেস্টের অধিনায়কও সাকিব। সাকিব কিন্তু বলেনি যে সে খেলতে চায় না। বোর্ড প্রেসিডেন্ট যা বলেছে এই ব্যাপারে আমি পুরোপুরি জানি না। সাকিব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার।’ 

এছাড়াও আকরাম বলেন তিনি নিজেই নিশ্চিত হতে পারেনি যে সাকিব এমন কথা বলেছেন। সাকিবের বিরুদ্ধে এমন কথা শুনে তার নিজেরই খারাপ লেগেছে বলে জানান আকরাম খান।

তিনি বলেন, ‘আমি মনে করি যে তিনটি ফরম্যাটই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এমনটা আসলে হওয়া উচিৎ না। আমার নিজের কাছে শুনেও সাকিবের ব্যাপারটি খারাপ লাগলো।’