
বাংলাদেশ দলের একসময়ের অন্যতম সেরা পেস বোলারদের একজন হচ্ছেন পেসার আল আমিন। আর এখন পরিসংখ্যানও তার দিকেই কথা বলছে।
আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ২৫ ম্যাচে ৩৯ উইকেট নেয়া আল আমিন বোলিং গড়ের দিক থেকে আবারো বিশ্ব সেরা। অবিশ্বাস্য ১৫.১৭ গড়ে ৩৯ উইকেট নিয়ে টেস্ট খেলুড়ে দেশ গুলোর পেসারদের মধ্যে শীর্ষে এই টাইগার পেসার।
কারণ এখন বোলিং গড়ের দিক থেকে বিশ্বকাপ জয়ী পাক পেসার উমর গুল, আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়ান ও আফগান হামিদ হাসানরাও আল আমিনের পেছনে।
তবুও বাংলাদেশের টি-টুয়েন্টি দলের আশেপাশে নেই আল আমিন হোসাইন। তাই গত সেপ্টেম্বরে আফগান সিরিজে আল আমিনকে দল থেকে বাদ দেয়ায় স্বভাবতই অবাক হয়েছিল ক্রিকেট প্রেমীরা।
তবে দেরিতে হলেও জাতীয় দলের দরজা খুলতে যাচ্ছে আল আমিনের জন্য। টি-টুয়েন্টি থেকে অবসর নেয়া মাশরাফি বিন মুর্তজার জায়গায় সামনের সময়টায় দেখা যেতে পারে এই পেসারকে।
ঢাকা প্রিমিয়ার লীগের দারুন পারফর্মেন্সের আসন্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছেন তিনি। লড়াই করে নির্বাচকদের রাডারে ফিরতে পারায় খুশী আল আমিন।
‘ভালো খেলার কারণেই আমাকে অনুশীলনে ডাকা হয়েছে। আমি যদি ওই জিনিসটা নিয়ে পরে থাকতাম যে কেনো বাদ পরলাম, তাহলে আর পারফর্ম করা যেতো না। তাই সেটা ভাবার কোনো অবকাশ নেই।
বাংলাদেশ দলে সবার জন্যই জায়গা উন্মুক্ত থাকে। আর এই জায়গায় কেউই কিন্তু পার্মানেন্ট বা স্থায়ী না। যে যখন ভালো করছে সেই কিন্তু খেলার সুযোগ পাচ্ছে। ’
তবে জাতীয় দলে মাশরাফির জায়গায় ফিরলে বাড়তি চাপ মাথায় নিয়েই খেলতে হবে আল আমিনকে। দেশের ক্রিকেটের কিংবদন্তীর জায়গায় বদলী হিসেবে খেলায় প্রত্যাশার চাপের সাথে লড়তে হবে আল আমিনকে।
