
রাশিয়া বিশ্বকাপ চলাকালিন সময়ে ফ্রান্সের ফুটবলার এমবাপ্পে বলেছিলেন বিশ্বকাপে খেলার জন্য কোনো পারিশ্রমিক নেবেন না। উল্টো বলেছিলেন, ‘দেশের হয়ে খেলতে পারিশ্রমিক নেওয়া উচিত নয়।’ বিশ্বকাপের মিশন শেষে কথা রেখেছেন এই ফুটবালর। বিশ্বকাপ থেকে পাওয়া পারিশ্রমিকের সম্পূর্ণ অর্থই চ্যারিটিতে দান করেছেন কিলিয়ান এমবাপ্পে।
রাশিয়া বিশ্বকাপ থেকে ৩ লাখ ৮৪ হাজার পাউন্ড অর্থ পেয়েছেন। দুস্থ মানুষ এবং শিশুদের সাহায্যের জন্য চ্যারিটিতে পারিশ্রমিকের সম্পূর্ণ আর্থ দান করেছেন।
বিশ্বকাপের প্রতিটি ম্যাচে ১৭ হাজার পাউন্ড করে পারিশ্রমিক পেয়েছেন এমবাপ্পে। শিরোপা জয়ে পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার পাউন্ড এমবাপ্পের পারিশ্রমিক যাচ্ছে প্রিমিয়ার ডি করডে চ্যারিটি ফাউন্ডেশনে।
