হাজতের গরাদ ধরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চিনতে পারতেছেন?

জ্বি জনাব, ইনি বাংলাদেশের ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোলকিপার আমিনুল। সাবেক কোচ জর্জ কোটান যার সম্পর্কে বলেছিলেন, “বাংলাদেশের মাত্র একজন প্লেয়ারের ইউরোপের লীগে খেলার যোগ্যতা আছে। আর সে হচ্ছে আমিনুল।

” টানা দুই দশক জাতীয় দলের গোলবারের অতন্দ্র প্রহরী ছিল আমিনুল। বাংলাদেশের ফুটবলের সর্বশেষ সুপারস্টার আমিনুল। ২০০৩ সাফ ফুটবলের ফাইনালের কথা মনে আছে? মালদ্বীপের সাথে ফাইনালে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমিমাংসিত থাকে। পরে ট্রাইব্রেকারে আমিনুল ট্রাইব্রেকার শট ঠেকিয়ে বাংলাদেশকে অবিস্বরনীয় জয় এনে দেয়। ওই একবারই বাংলাদেশ সাফ জিতেছিল আমিনুলের বীরত্বে।

তো গতকালকে উনাকে গ্রেফতার করা হয়েছিল বিএনপি করার অপরাধে। অভিযোগ উনি নাকি গাড়ি ভাংচুর করেছেন। আর সবচাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে কোন মিডিয়াতেই আমিনুলের গ্রেফতার নিয়ে কোন বিশেষ নিউজই নেই। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সুপারস্টার হাস্যকর অভিযোগে গ্রেফতার হয়েছেন।