চলতি মাসের ৪ তারিখ থেকে শুরু হয় বিপিএলের ৫ম আসর। এ আসরে ব্রডক্রাস্টিংয়ের দায়িত্ব দেওয়া হয় জিটিভিকে। আর সেই দায়িত্বের তীব্র অবহেলা চোখে পরছে সেই জিটিভিতেই। বাজে ব্রডক্রাস্টীং এবং মাটির নিচ থেকে অ্যাড আসা এবারের বিপিএলের মূল সম্প্রচার হয়ে দাঁড়িয়েছে।

তবে এগুলো লঘু ভুল হলেও এবার তার চেয়ে বড় ভুল করলো সেই জিটীভি। বিপিএলে রংপুরের সাথে ম্যাচ চলাকালিন সময় যখন বিজয় মাঠে নামেন তখন টীভী স্ক্রীনে দেখা যায় বিজয়ের সর্বোচ্চ রান ১০৫! তাও আবার বাংলাদেশের বিপক্ষে!

এরপরে জিটিভির সম্প্রচার নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়ে গেল। উল্লেখ্য যে, এবারের বিপিএল পাকিস্তান,ভারত,যুক্তরাষ্টড়,শ্রীলঙ্কা সহ বেশ কিছু দেশে দেখাচ্ছে। এই লঘুনীয় ভুল যে বাংলাদেশের ইমেজ নষ্টের জন্যই খুব কম কিছু না।