
টেস্ট ক্রিকেটে বোলিং র্যাংকিংয়ে ৯০৩ রেটিং পয়েন্ট অর্জন করল অ্যান্ডারসন। আর এই পয়েন্টে আরেক ইংলিশ কিংবদন্তী খেলোয়াড় ইয়ান বোথামের ৩৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন এই ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন। আর যদি ৩০ পয়েন্ট অর্জন করতে পারলে তাহলে আরেক কিংবদন্তী সিডনি বার্নসের রেকর্ডটিও ভেঙ্গে দিবে।
ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সর্বশেষ বোলার হিসেবে ৯০০ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেম ইয়ান বোথাম। আর এই কৃতিত্ব অর্জন করে ১৯৮০ সালে ৩৮ বছর আগে। আর এবার ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্টে ৯ পয়েন্ট নিয়ে সেই রেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন।
এছাড়া মাত্র সপ্তম ইংলিশ বোলার হিসেবে ৯০০ রেটিং পয়েন্ট ছাড়ানোর রেকর্ড গড়েছেন তিনি। বাকি ছয় জন হচ্ছেন, সিডনি বার্নস (৯৩২), জর্জ লম্যান (৯৩১), টনি লক (৯১২), ইয়ান বোথাম (৯১১), ডেরেক আন্ডারউড (৯০৭) এবং অ্যালেক বেডসার (৯০৩)
