যুব বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে মুখমুখি হয় নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলের সাথে। সেই ম্যাচে বৃষ্টির কারণে ৫০ ওভারের খেলা ২০ ওভারে অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ অনুর্ধ১৯ দল। ব্যাক্তিগত প্রথম ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১৯০/৪ (পিনাক ২৬, নাইম ৬০, সাইফ ৮৪, আফিফ ১১, হৃদয় ০*;

বার্গার ১/৩১, নেল ১/২২, শিকনগো ১/৩৬, নগুপিতা ০/৩০, শন ১/৩৫, লোটেরিং ০/৩৫)

নামিবিয়া অনূর্ধ্ব-১৯:

২০ ওভারে ১০৩/৬ (লিন্ডে ৪, লরেন্স ৪, শন ১, ফন উইক ৫৫, ফন মোলেনডর্ফ ০, নিকোল ২৪, বার্গার ১১*, লোটেরিং ১*;

অনিক ২/১৪, মাহমুদ ২/১২, রবিউল ০/২৪, নাঈম ০/১৯, আফিফ ০/৩০, হৃদয় ১/৪)

ফলাফল: বাংলাদেশ ৮৭ রানে জয়ী