
আফগানিস্তানে প্রথম বারের মত শুরু হতে যাচ্ছে প্রিমিয়ারলীগ। এই লীগের প্লেয়ার ড্রাফটে আজ নাম উঠছে তামিম-মুশফিক আশরাফুল সহ আট বাংলাদেশী ক্রিকেটারের। আজ (আর কিছুখন পর) বিকেল ৪.৩০ মিনিটে এই প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে।
এই আসরে ৬ জন আয়কন প্লেয়ার রেখে কয়েকটি ক্যাটগরিতে প্লেয়ারদের ভাগ করা হয়েছে। সবচেয়ে দামী ক্যাটাগরি ‘ডায়মন্ড’ এ রয়েছেন বাংলাদেশী ওপেনার তামিম ইকবাল। এরপরেই গোল্ড ক্যাটগরিতে রয়েছেন মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহীম এবং সাব্বির রহমান। এছাড়াও সিলভার ক্যাটগরিতে রয়েছেন পেসার তাসকিন আহমেদ, শাহরিয়ার নাফিস, ইমরুল কায়েস এবং এনামুল হক বিজয়।
আগামী ৫ অক্টোবর আরব আমিরাতে পর্দা উঠবে আফগানিস্তান প্রিমিয়াম লিগের এবং পর্দা নামবে আগামী ২১ অক্টোবর।
