আর মাত্র তিন দিন পর প্রথমবারের মতো পর্দা উঠছে আফগান প্রিমিয়ার লিগের। এবারের আফগান প্রিমিয়ার লিগে তামিম আর মুশফিককে নিয়েছে একই দল। ফাইনাল হবে আগামী ২১ অক্টোবর।

আফগান লিগে তামিম-মুশফিকের নাঙ্গরহার দলের সময়সূচি:

  1. ০৬ অক্টোবর- নাঙ্গরহার বনাম কান্দাহার,
  2. ০৭ অক্টোবর-নাঙ্গরহার বনাম পাকতিয়া,
  3. ০৯ অক্টোবর- নাঙ্গরহার বনাম কাবুল,
  4. ১১ অক্টোবর-নাঙ্গরহার বনাম বালখ,
  5. ১২ অক্টেবর-নাঙ্গরহার বনাম কাবুল,
  6. ১৩ অক্টোবর-নাঙ্গরহার বনাম কান্দাহার,
  7. ১৪ অক্টোবর-নাঙ্গরহার বনাম পাকতিয়া,
  8. ১৭ অক্টোবর-নাঙ্গরহার বনাম বালখ,
  9.  ১৯ অক্টোবর-প্রথম সেমিফাইনাল,
  10. ২০ অক্টোবর-দ্বিতীয় সেমিফাইনাল,
  11. ২১ অক্টোবর-ফাইনাল